পূজা মন্ডপ পরিদর্শনে সরকার ফারহানা আখতার সুমি

এ.আই. পলাশ ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ইউনিয়ন ও নতুন বাংলার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আখতার সুমি।পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে এলাকার ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। অপর দিকে নতুন বাংলা কোটভাজনী লালস্কুল সংলগ্ন নবনির্মিত পূজামন্ডপ শুভ উদ্বোধন শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার ফারহানা আখতার সুমি, বক্তব্য রাখেন নতুন বাংলা কোট ভাজনীর সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আলতাফ, ১নং চিলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান প্রধান (নয়ন) চিলাহাটি সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন হোসেন, ভোগডাবুড়ী ইউনিয়নের যুবলীগের সভাপতি এ,কে,এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লিটু, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ সারা দেশের মানুষকে নিজ নিজ ধর্ম  পালনের যাবতীয় নিরাপত্তা দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। বিশেষ করে ভারতীয় ছিটমহলগুলোকে নুতন বাংলায় পরিচয় ঘটিয়েছে বর্তমান সরকার তাই আগামীতে এই সরকারের উন্নয়নের চলার গতি  আরো বেগবান করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের পতাকা তলে আসার আহব্বান জানান। তিনি নতুন বাংলা কোট ভাজনী পূজামন্ডপ, বোতলগঞ্জ পুজামন্ডপ, কামারপাড়া পুজামন্ডপ, গোসাইগঞ্জ মাস্টার পাড়া পুজামন্ডপ, গোসাইগঞ্জ বনমালী পুজা মন্ডপ, দাসপাড়া পুজামন্ডপ, শাখারী পাড়া পুজামন্ডপসহ চিলাহাটির বিভিন্ন পুজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8954325361383163152

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item