কৃষি সচিবের ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার পরিদর্শন

নীলফামালীর ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের ল্যাব পরিদর্শন করছেন কৃষি সচিব  শ্যামল কান্তি ঘোষ (মাঝে)।
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

কৃষি সচিব  শ্যামল কান্তি ঘোষ ও বিএডিসির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম নীলফামালীর ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার পরিদর্শন করেন । গত বুধবার (১৪ই) এ পরিদর্শনে খামারের কর্মকর্তা,কর্মচারীরা বিভিন্ন বিষয় তার নিকট তুলে ধরেন ।এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম পরিচালক(মান নিয়ন্ত্রন),প্রকল্প পরিচালক(জীপ্রবী উব মানিপ্র) ডঃ মোঃ রেজাউল করিম, বিএডিসির ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার উপপরিচালক (খামার) মোঃ এনামুল হক প্রমুখ ।
উল্লেখ্য,ডোমার খামারটি ১৯৫৭-৫৮ সালে ৫১৬ একর জমির উপর প্রতিষ্টা হয় ।খামারটিতে ২টি হিমাগার রয়েছে ।যার ধারন ক্ষমতা ১৫০০ মেট্রিক টন ।এ ছাড়া ২টি অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাব রয়েছে যার ২- ২.৫ লাখ প্লান্টলেট উৎপাদন ক্ষমতা ।এর মাধ্যমে দেশের বীজ আলু চাহিদা বিরাট অংশ পুরন হয়ে থাকে ।বাংলাদেশের ৪.৫০ লক্ষ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে ।যার জন্য জন্য ৬ লক্ষ মেট্রিক টন বীজ আলুর প্রয়োজন হয় ।বিএডিসি চাহিদার ৫% বীজ আলু কৃষক পর্যায়ে সরবরাহ করে থাকে ।বর্তমানে ৩০,০০০ মেঃটন বীজ আলু সংরক্ষন রয়েছে ।আগামী বছরের বছরের মধ্যে এটা ৪৬,০০০ মেঃটনের উন্নতি হবে ।যা দেশের মোট বীজআলুর চাহিদার ১০% ।বিএডিসির টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে প্লান্টলেট,মিনি টিউয়ার,ব্রীডার বীজআলু উৎপাদন করে আমদানী নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে ।বর্তমানে দেশের চাহিদা পুরন করে বিদেশেও আলু রফতানী করা হচ্ছে ।অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা ।

পুরোনো সংবাদ

নীলফামারী 1794409048595944032

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item