ডিমলায় মানষিক ভারসাম্যহীন স্বামীর পেনশনের টাকা আত্মসাতের উদ্দেশ্যে বড় ভাই ও সতীন পুত্র কর্তৃক লাঞ্জিত রোজিফা বেগম।

জাহাঙ্গীর আলম (রেজা),ডিমলা, (নীলফামারী) প্রতিনিধি ঃ-
স্বামীর পেনশনের টাকা আত্মসাতের চক্রান্তের শিকার হয়ে স্বামীর বড় ভাই ও প্রথম ঘরের পুত্র দ্বারা আহত হয়ে ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রোজিফা বেগম নামে বিধবা।ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায়।
     প্রাপ্ত অভিযোগে জানা যায়, ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পিয়ন নুরুজ্জামান শাহ্ এর প্রথম স্ত্রীর মৃত্যু হলে প্রায় চার বৎসর পূর্বে ২য় স্ত্রী হিসাবে রোজিফা বেগমের সাথে তার বিয়ে হয়।বিয়ের কিছুদিন পর নুরুজ্জামান শাহ্ মানষিক রোগে আক্রান্ত হয়ে পড়ে।পরবর্তীতে নুরুজ্জামান শাহ্ এর মৃত্যু হলে ২য় স্ত্রী হিসাবে স্বামীর গ্রাইচ্যুইটি পেনশনের টাকার দাবীদার রোজিনা বেগম অভিযোগ করেন,পেনসনের টাকা থেকে পুরোপুরি বঞ্চিত করার জন্য একই দপ্তরের চাকুরী হতে অবসরপ্রাপ্ত নুরুজ্জামান শাহ্ এর বড় ভাই নুর আলম শাহ ও রোজিফার সতীন পুত্র রাসেল, রুবেল, আশরাফুল, হিরু রোজিফা বেগমের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে এবং প্রায় সময় ঝগড়া বিবাদ বাধিয়ে এবং প্রহার করে বাড়ী থেকে তাড়িয়ে দিত। এ বিষয়ে স্থানীয় ভাবে আপোষ মীমাংসা হয়। কিন্তু স্বামীর বড় ভাই ও সতীন পুত্ররা রোজিফা বেগমকে নির্যাতন করা বন্ধ না করে গত ০৮/১০/২০১৫ইং তারিখ বিকাল আনুমানিক ৩.০০ টায় বেদম প্রহার করে গুরুতর আহত অবস্থায় বাড়ী হইতে বের করে দেয়।বর্তমানে রোজিফা বেগম ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে রোজিফা বেগম পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8954170163810390180

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item