মুক্তিযোদ্ধা রংপুর জেলা ইউনিট কমান্ডের স্মারকলিপি পেশ

হাজী মারুফ রংপুর ব্যুরো.
মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা বৃদ্ধিকরণের সঙ্গে ৬৫ বছর বয়সের বাধ্যবাধকতা প্রত্যাহারের দাবিতে স্বারকলিপি দিয়েছে রংপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। বুধবার দুপুরে রংপুর জেলা প্রমাশক ফরিদ আহাম্মদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেন তারা।
স্বারকলিপিতে বলা হয়, চলতি বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেই সাথে ৬৫ বছর বয়স সীমা নিধারণ করায় মুক্তিযুদ্ধে অংশ নেয়া একটি বৃহৎ অংশ ক্ষতিগ্রস্ত ও মর্মাহত হয়েছে। কারণ  ১৯৭১ সালে যাদের বযস ২০ বছর ছিল আজ তাদের বয়স ৬৫ বছরে
দাঁড়িয়েছে। ওই সময়ে যারা কুড়ি বছরের কম বয়স নিয়ে বিশেষ করে ছাত্র-যুবকরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তাদের বৃহৎ একটি অংশ সরকারের এ সুবিধা থেকে বঞ্ছিত হয়ে পড়বে। তাই প্রস্তাবিত বাজেটে বয়সের যে বিধি রাখা হয়েছে তা প্রত্যাহার করে সকল মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা ভাতা প্রদানের দাবি জানানো হয় স্বারকলিপিতে।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর ইউনিট কমান্ডার সদরুল আলম দুলুসহ ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item