প্রচন্ড তাপদাহে নীলফামারীর জনজীবন অতিষ্ঠ

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
প্রচন্ড তাপদাহের প্রবাহে পুড়ছে মানুষ, ক্ষেত ও ফসল। তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জীবিকার তাগিদে বাইরে বের হওয়া খেটে খাওয়া নি¤œ আয়ের সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা। গত তিন-চারদিন থেকে অসহণীয় তাপদহের গরমের  জেলা সদরসহ সৈয়দপুর, ডোমার, জলঢাকা, ডিমলা ও কিশোরীগঞ্জ উপজেলার জনজীবন হয়ে পড়েছে স্থবির। শুরু হওয়া এই অসহণীয় তাপদাহে বিদ্যালয়গামী শিশু, বৃদ্ধ, শারীরিক কর্মজীবি মানুষ ও এ্যাজমা রোগীরা পড়েছেন সব থেকে বেকায়দায়। এর সাথে বিদ্যুতের দিন-রাতের লোডশেডিং ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে আবির্ভূত হচ্ছে। অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতের লোডশেডিংয়ে স্কুল ও ডিগ্রী পরীক্ষার্থীরা পড়েছেন বেশী বেকাদায়। শুক্রবার নীলফামারীর জুড়ে সর্বচ্চো তাপমাত্রা ৩৫.৫ এবং সর্বনি¤œ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসসিয়াস রেকড করেছে ডিমলা আবহাওয়া অফিস। সুত্র মতে সর্বচ্চো ও সর্ব নি¤œ তাপমাত্রা কাছাকাছি চলে আসায় প্রচন্ড গরম অনুভুত হচ্ছে। 

এদিকে, জেলার সর্বত্র জ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন গরমজনিত রোগ-বালাইয়ে অনেকেই আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। এ ব্যাপারে নীলফামারীর সিভিল সার্জন ডা. আ. রশীদ বলেন, অত্যধিক গরমে জ্বর ও পেটের সমস্যা এবং এ্যাজমা রোগীদের শ্বাসকস্ট হতে পারে। এ থেকে পরিত্রাণ পেতে ঠান্ডা পানি, ডাব, গ্লুকোজ ও ওরস্যালাইন খেতে হবে এবং তেল, ঝাল ও মশলা জাতীয় খাবার কম খাওয়া পরামর্শ দেন।#



অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item