পাগলাপীরে প্রচন্ড গরমে মানুষজনের ত্রাহি অবস্থা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে প্রচন্ড রা রৌদ্র, ভ্যাপসা গরম ও সূর্যের তাপমাত্রা আশংকাহারে বেড়ে যাওয়ায় মানুষজনসহ প্রাণীকুলের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে উঠেছে। জানাগেছে টানা সপ্তাহ ধরে পাগলাপীর অঞ্চলে খরা রৌদ্র ভ্যাপসা গরম আশংকাজনক হারে বেড়ে চলছে। ফলে অঞ্চলের ব্যবসা বানিজ্যে কৃষি কাজ কর্মসহ
সর্বেেত্র নেমে এসেছে চরম অস্থিরতা। এছাড়াও সূর্যের তাপমাত্রা ও ভ্যাপসা গরম আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় অঞ্চলের প্রানকেন্দ্র পাগলাপীর বন্দরসহ বিভিন্ন হাটবাজার রাস্তাঘাটগুলি দুপুরের দিকে জনশুন্য হয়ে পড়ছে। এদিকে ভ্যাপসা গরম ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় অঞ্চলের মানুষজন জ্বর, সর্দি, কাশি, কলেরা, ডায়রিয়াসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন। বিশেষ করে ৫ মাসের বয়সী শিশু থেকে বয়:বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি করে। 

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 4912612785139521987

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item