কিশোরীগঞ্জে শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে

আবু ফাত্তাহ্ কামাল (পাখি), স্টাফরির্পোটারঃ
নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ওই বিদ্যালয়ের প্রধান শিক অতুল চন্দ্র রায় পিটিয়েছে সজোরো লাথি মেরেছে বলে ছাত্রটির পিতা করেন। মঙ্গলবারের এই ঘটনানায় ছাত্রটিকে এলাকার লোকজন উদ্ধার করে কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেছে। 
ছাত্রটির পিতা তোফাজ্জল হোসেন অভিযোগ করে জানান  মঙ্গলবার ১২ টার দিকে বিদ্যালয় মাঠে পঞ্চম শ্রেণির ছাত্র সাবুল হোসেন সহ অন্যান্য ছাত্র/ছাত্রীরা ফুটবল খেলছিল।
খেলার সময় ফুটবলটি সৃষ্টি হলে  চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শরীরে এসে  লাগে। তা দেখে প্রধান শিক অতুল চন্দ্র রায় তার পুত্রকে মাঠ থেকে বের করে এনে বেধরক পিটায় এবং সজোরো লাথি মারে। এতে তার পুত্র সাবুল অজ্ঞান হয়ে মাঠিতে পরে যায়। এলাকাবাসী তার পুত্র কে উদ্ধার করে কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। এ বিষয়ে তিনি উপজেলা শিা কর্মকর্তা মাসুদুল হাসানের কাছে অভিযোগ করেছেন।  এ ঘটনায় প্রধান শিক অতুল চন্দ্র রায় বলেন  ছাত্রটিকে তিনি বকেছেন মাত্র পিটিনো ও  লাথি মারার কথা সঠিক নয় বলে দাবি করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4325667109731191888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item