ডোমারে ডিজিটাল মেলার সমাপনি অনুষ্ঠানে প্রত্যাশার ব্যান্ড শো।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ২দিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপনি অনুষ্ঠানে প্রত্যাশা সংগীত একাডেমীর ব্যান্ড শো অনষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১জুন সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিজিটল বাংলাদেশ বিনির্মানের মাধ্যমে জনগনের দ্বারপ্রান্তে সরকারী সেবা  দ্রুত পৌছে দেওয়ার ল্েয প্রধানমন্ত্রী ঘোষীত রুপকল্প ২০২১’র সকল কর্মসুচি বাস্তবায়নের অংশ হিসেবে ২দিন ব্যাপি ডিজিটাল মেলার আজ সমাপনি দিবস।
অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, উপজেলা পাট কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, নির্বাচন অফিসার সেকেন্দার আলী,পল্লী উন্নয়ন অফিসার একেএম শামিম, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, প্রত্যাশা সংগীত একাডেমীর সহ-সভাপতি সাংবাদিক রওশন রশিদ প্রমূখ। পরে প্রত্যাশা সংগীত একাডেমীর শিল্পীদের অশং গ্রহনে ব্যান্ড শো পরিবেশন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন ডোমারের সুনামধন্য ফোক সম্রাট আমজাদ হেসেন,ব্যান্ড তারকা মুকুল সওদাগড়,জাকির হেসেন হিটলার, সাংবাদিক আনিছুর রহমান মানিক,আলিফ নুর ফেরদৌস,সুমন,তরুন কির্বোডিস্ট ওমর ফারুক অর্পন, ড্রামিষ্ট স্বপন ভৌমিক। অতিথিগণ স্থানীয় ব্যান্ড গ্র“পের শিল্পীদের উত্তরাত্তর উন্নতি কামনা করেনে এবং তাদের সার্বিক সহযোগিতা করার  প্রতিশ্র“তি ব্যাক্ত করেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8804188144018922065

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item