ডিমলায় ২৮ বোতল ফেন্সিসিডিলসহ আটক-১

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় মঙ্গলবার রাতে র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিসিডিলসহ মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪৫) কে আটক করেছে।
গত বছরের ১৮ অক্টোবর নীলফামারী র‌্যাব-১৩ কমান্ডার মেজর শাহেদ হাসান রাজিবের নেতৃত্বে অভিযান চালিয়ে বাবুরহাট গ্রামের মৃত্যু আব্দুল গফুরের পুত্র মাদক বিক্রেতা আব্দুর রাজ্জাক (৪৫) আটক করেছিল। দীর্ঘ ৩ মাস জেল হাযত বাসের পর জামিনে মুক্ত হয়ে আব্দুর রাজ্জাক আবারও মাদক ব্যবসা শুরু করে।

মঙ্গলবার রাতে নীলফামারীর র‌্যাব-১৩ ডিএডি মকবুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডিমলা সদরের সীমা সিনেমা হল সংলগ্ন বাড়ী হতে ২৮ বোতন ফেন্সিডিলসহ রাজ্জাকে আটক করে।  এ ব্যাপারে র‌্যাব-১৩ ডিএডি মকবুল হোসেন বাদী হয়ে বুধবার ডিমলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (১) ধারায় মামলা নং-১১দায়ের করে।  আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে সীমা সিনেমা হল সংলগ্ন পানের দোকানে ফেন্সিসিডিল গাজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলো। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ডিমলা থানায় ৮টি মাদকদব্য বিক্রির অভিযোগে মামলা রয়েছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item