রাস্তায় খড় শুকোনোর কারনে ডোমারে ট্র্যাকের চাপায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আরেক জন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে উপজেলার ডোমার দেবীগঞ্জ মহা সড়কের বড়রাউতা চিলাইপাড়া পাগলা বাজার নামক স্থানে। ২২মে সকাল ১১.৩০ ঘটিকায় দেবীগঞ্জগামী ২টি ট্র্যাক দূত গতিতে আসার সময় ২জন মটর সাইকেল আরহি রাস্তা সাইট দিতে গিয়ে রাস্তায় রাখা ধান ও খড়ের সাথে শি¬প করে প্রথকে ট্র্যকের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। পিছনে থাকা ট্র্যাকটি আরহির মাথার উপর দিয়ে ট্র্যাকের চাকাটি চাপা দিয়ে পাালিয়ে যায়।
এত করে তার মাথাটি চুর্ন্ন বিচুর্ন্ন হয়। ঘটনা স্থলে ১ জনের মৃত্যু হয় অপর জনকে গুতর অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। নিহত স্কুল ছাত্র সুয়াইব হাসান সিরু(১৪)দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ খোচাঁবাড়ী এলাকার সামছুল হকের পুত্র বলে যানা যায়। এবং কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। আহত আরেক জন একই এলাকার আব্দুস ছাত্তারের পুত্র রাকিবুল ইসলাম রাকিব(২০) প্রত্যক্ষদর্শীরা জানান,রাস্তা উপরে কৃষকদের ধান,খড় শুকানোর হিড়িক নেমেছে তাই এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন ছোট খাটো দূর্ঘটনা ঘটেই চলেছে। আজ এই দৃর্ঘটনার জন্য তাদেরকে দায়ী করেছে এলাকাবাসী। দৃর্ঘটনার এড়াতে রাস্তা পরিস্কার রাখার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।       

পুরোনো সংবাদ

এক ঝলক 8169171291804950927

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item