জলঢাকায় প্রতিবন্ধিদের ৬০ দিনের প্রশিক্ষন শুরু

মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা ঃ  
‘দারিদ্রতাকে করিনা ভয়, শারীরিক প্রতিবন্ধকতা (অটিজম) বাধার সৃষ্টি নয়, আমরা-ই করব জয়’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার উপজেলা দরিদ্র প্রতিবন্ধিদের কর্মসংস্থানের লক্ষে সকালে ৬০ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব
সৈয়দ আলী আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্ম সংস্থান নিশ্চিত করন কর্মসুচী (২য় পর্যায়) (উদকনিক) আত্মকর্মসংস্থান নিশ্চিত করন বাংলাদেশ পলী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পলী উন্নয়ন অফিসার একে এম বদরুদ্দোজা, সহকারী পলী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশফেকুর রহমান প্রমুখ। উলেখ্য ৬০ দিন ব্যাপী প্রশিনে ৪টি ট্রেডে ভাগ করে টেইলারিং, বাটিক বুটিক, এ্যাম্বয়ডারি, শতরঞ্জি/পাপস বুননে হাতে কলমে শিা পাবে প্রশিানার্থীরা। প্রতিটি দলে ১৬জন করে শিার্থী অংশ গ্রহন করবে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item