ভারতীয় ছিট মহলে উন্নয়নের ছোঁয়া

   আবুসাইদ,চিলাহাটি(ডোমার,নীলফামারী)প্রতিনিধি ঃনীলফামারী ও পঞ্চগড় জেলার  পার্শ্ববর্তী ভারতীয় বালাপাড়া খাগড়াবাড়ী ছিট মহলে গত ১৯ মার্চ ২০১৫ইং সকাল ১০টায় বালাপাড়া খাগড়াবাড়ী ছিট মহলের চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে ভারতীয় ছিট মহলের উন্নয়নের লে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারতীয় গাড়াতি ছিট মহলের চেয়ারম্যান মফিজার রহমান, কাজলদ্বিঘি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পুটিমারি ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দীন, কালিগঞ্জ ছিলমহলের চেয়ারম্যান আব্দুল খালেক, নীলফামারী জেলার ভারতীয় ছিট মহল বড়খানকির ছিটের চেয়ারম্যান মিজানুর রহমান, ছোট খানকির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও বালাপাড়া খাগড়া বাড়ি ছিট মহলের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম রিজু। বক্তারা বলেন ভারতীয় পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা দিয়েছেন বাংলাদেশের ভুখন্ডে ভারতীয় ১১১টি ছিট মহলে উন্নয়নের কাজ করা হবে। সে ল্েয ৩২ কোটি ৬৪ ল টাকা বরাদ্দ করা হয়েছে। এবং একই অংকের টাকা বাংলাদেশ সরকারকেও প্রদান করতে হবে। সেই বরাদ্দকৃত টাকা দিয়ে ১১১টি ছিট মহলে মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির ও রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অপর দিকে বক্তারা আরো বলেন পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রির কাছে তারা পুনরায় আদম শুমারী ও আবাদি জমির তালিকা প্রদান করবে। এতে করে বাংলাদেশের ভুখন্ডে ভারতীয় ছিট মহলগুলোতে ব্যাপক আনন্দের বন্যা বইছে।


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item