পঞ্চগড়ে তিন দিনের বারুণী মহাস্নান উৎসবের সমাপ্তি

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা
জেলা প্রতিনিধি পঞ্চগড় ঃ
পঞ্চগড়ে গত বুধ বার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপি বারুণী মহাস্নান উৎসব। ওই দিনে সূর্যোদয়ের সাথে সাথে বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে  ও দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীতে হিন্দু ধর্মালম্বীদের গঙ্গা ¯œান এর মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব । দিনের আলো ফুটতে না ফুটতেই হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হয় করতোয়া নদীর তীরে। পরিবার সহ দল বেধে তারা করতোয়া নদীর স্্েরাতে স্নান  করে।

সনাতন ধর্মমতে চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর ¯্রােতে স্নান করলে পাপ মোচন হয়। দেহ-মনকে পরিশুদ্ধ করে  অনেকে মাথার চুল বিসর্জন দেয়, পূজাআর্চনা করে। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরীতকী, কাঁচাআম, ডাব, কলা ইত্যাদি অর্পনের মাধ্যমে স্নান সম্পন্ন করে তারা। পিতা-মাতার স্বর্গবাসে জন্য এবং নিজের পাপমোচন ও দেহ মনকে পবিত্র করতে এই ¯œানকে ধর্ম পুর্ণের বৃহত একটি অংশ মনে করেন হিন্দু ধর্মালম্বীরা। এখানে জেলার আসেপাশের এলাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ সনাতন ধর্মালম্বীরা এসে অংশ নেয় এই  গঙ্গা ¯œান উৎসবে। প্রতি বছরের মত এবারও দেবীগঞ্জ বাড়–নী গঙ্গা মন্দির কমিটি ও স্থানীয় বোয়ালমারী বাড়–নী গঙ্গা মন্দির কমিটি ঐতিহ্যবাহি গঙ্গা ¯œান উৎসব  আয়োজন করে। শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত চলে তিন দিনের এই পুণ্যস্নান উৎসব।#

পুরোনো সংবাদ

রংপুর 511130099158248196

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item