বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ)-এর বার্ষিক সম্মেলন

প্রেস রিলিজঃ
বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ)-এর বার্ষিক সম্মেলন গতকাল শনিবার রংপুর এনজিও ফোরাম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোহর, রাজশাহী ও সাতক্ষীরা জেলার ককাস কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ককাসের সভাপতি জনাব মোশফেকা রাজ্জাক, সমন্বয় করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, নিউজ নেটওয়ার্ক-এর প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রধান নির্বাহী শহীদুজ্জামান এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন আলী। 
সম্মেলনে “মানবাধিকারকর্মীর রক্ষাকবচঃ প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর জেলা ককাস-এর কার্যকরী সদস্য আইনজীবী ও মানবাধিকারকর্মী এ এ এম মুনীর চৌধুরী।  মূল প্রবন্ধের উপরে আলোচনায় অংশগ্রহণ করেন- ফিরোজা বেগম লালমনিরহাট, ফিরোজ আলম, ছানালাল বক্সী ও লায়লী বেগম কুড়িগ্রাম, সারোয়ার মানিক, মেহেরুন্নেসা ও মিল্লাদুর রহমান মামুন নীলফামারী, চিত্ত ঘোষ দিনাজপুর, জামালুদ্দীন যশোহর এবং নাজমুল হক সাতক্ষীরা। 
সম্মেলনে বিএইচআরডিএফ-এর খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হলে কোন সংশোধনী ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

পুরোনো সংবাদ

রংপুর 3531612577826777483

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item