সৈয়দপুরে এনজিও মুসলিম এইড’র কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর স্কিল ডেপেলপমেন্ট প্রজেক্টের আওতায় নীলফামারীর সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দুইটি ট্রেডের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতাও সনদপত্র বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের  লক্ষণপুর চড়কপাড়া শাইল্যার মোড় এলাকার সংস্থার  সৈয়দপুর ফিল্ড অফিসে ওই  ভাতা ও  সনদপত্র  বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার।

বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর ইনটেরিয়ম কান্ট্রি ডিরেক্টর মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিপন মিয়া।

 অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন/ ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল, উর্দূভাষী ক্যাম্প কমিটির সভাপতি মাজিদ ইকবালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন এবং টেইলরিং এন্ড ড্রেসমেকিং ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৮৫জন প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এদের মধ্যে কম্পিউটার অপারেশন ট্রেডের ৪০ জন এবং টেইলরিং এন্ড ড্রেসমেকিং ট্রেডের ৪৫ জন প্রশিক্ষণার্থী রয়েছে।

প্রসঙ্গত, কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর নীলফামারীর সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নয়টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ট্রেডগুলো হচ্ছে, কম্পিউটার অপারেশন,  টেইলরিং এন্ড ড্রেসমেকিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন, কনজ্যুমার ইলেকট্রিক্স এবং রড বাইন্ডিং।  


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3203630435469961948

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item