“বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার"-সংসদ সদস্য আদেল


শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামারী)সংবাদদাতা ঃ-
জাতীয় পাটির কেন্দীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী  ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেছেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। জাতি শিক্ষিত হলে দেশ উন্নত হবে। তাই শিক্ষার্থীদের বাস্তব শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে সরকার। 

শনিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষকদের উদ্দেশ্য আদেল বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর।আপনারাই পারেন জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে আপনাদের কাছে অনুরোধ শিক্ষার্থীদের বিনোদনের  মাধ্যমে শিক্ষা দিবেন। 


বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকি, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম শরীফ আহম্মেদ, রনচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমার বিমান, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,সুপার মোজাফ্ফর হোসেন সাংবাদিক প্রমূখ। এর আগে এমপি আদেল বড়ভিটা এ ইউ ফাযিল মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবন ও মাগুড়া ইউনিয়নের ডঃ আসাদুর রহমান কলেজের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর  স্থাপন করেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 3801209720466322654

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item