ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
'মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা"এই প্রতিপাদ্যকে সামনে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাফিউল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মেহেদী হাসান।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু শামসুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু,পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী,জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে ফুলবাড়ী সার্ভিস এর পরিবেশনায় অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।