বীরগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ
https://www.obolokon24.com/2022/03/bir.html
হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুরের বীরগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৯ জন রোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর কালীপদ রায়, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি ।