নীলফামারীর দুই উপজেলার ২২ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন


স্টাফ রিপোর্টার,নীলফামারী॥
নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও জলঢাকা উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগন শপথ নিলেন। সোমবার বেলা ১২টার দিকে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

শপথের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা নির্বাচন জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। 

অপরদিকে একইদিন বিকাল ৩টায় উক্ত ইউনিয়নগুলোর নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণদের উপজেলা পরিষদ হলরুমে শপথবাক্য পাঠ করার স্ব স্ব নির্বাহী কর্মকর্তা। 

উল্লেখ যে, দ্বিতীয়ধাপে গত ১১ নবেম্বর সদর উপজেলার ১১টি ইউনিয়নের এবং তৃতীয়ধাপে ২৮ নবেম্বর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 4762069069018758417

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item