ডোমারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন
https://www.obolokon24.com/2021/12/domar_0392479183.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার ঃ নীলফামারীর ডোমারের চিকনমাটিতে মঙ্গলবার (৭ই ডিসেম্বর) দুপুর আড়াইটায় স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” এবং বই পড়া উৎসব প্রতিযোগিতা ’২১ এর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শাহিনা শবনম ।
শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিমের সভাতিত্বে এ উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার উপজেলা শাখার সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ নুরন নবী ,পৌর কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন ,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ ।