বীরগঞ্জে গ্রামীণ জনযুবদের দিনব্যাপী প্রচারাভিযান
হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম সহ সামাজিক গণমাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কবি নজরুল উচ্চ বিদ্যালয় হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর উদ্যোগে ও আরএমআই ও ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন এশিয়ার সহযোগিতায় দিনব্যাপী এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ-কাহারোল জনযুব সভাপ্রধান আল মামুনের সভাপতিত্বে প্রচারাভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার সারওয়াৎ নাহার আখতারী, সিডিএর গ্রাম সহায়ক আমিনুল ইসলাম, রুবিনা খাতুন, পয়গাম আলী, দীনা মরমু ও বীরগঞ্জ-কাহারোল অফিস সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম।
সভায় জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনা, নেতা ও নেতৃত্ব ক্ষমতায়ন, অধিপরামর্শ কৌশল, যুব অবস্থান পত্র উপস্থাপন নিয়ে আলোচনা শেষে জনযুব সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যামে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠানে আগামী এক বছরের পরিকল্পনা করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলার গ্রামীণ জনযুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।