নীলফামারী কারাগারে ৩২৮ হাজতি পেল করোনার টিকা
https://www.obolokon24.com/2021/12/blog-post_26.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলা কারাগারের ৩২৮ হাজতি পেল করোনা প্রতিরোধক টিকা। আজ বুধবার(১৫ ডিসেম্বর) সকালে কারাগারের ভেতরে ওই টিকা প্রদান করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। এসময় উপস্থিত ছিলেন জেল সুপার জাবেদ মেহেদী, জেলার মাসুদুর রহমান।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, বুধবার কারাগারে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ৩২৮ জন হাজতিকে করোনা প্রতিরোধক প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে পুরুষ হাজতি ৩১৫ এবং নারী ১৩জন রয়েছে।
জেল সুপার বাবেদ মেহেদী জানান, কারাগারে ৪৫২ হাজতি রয়েছে। এর মধ্যে ৩২৮ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়। #