জলঢাকায় কালার টিভি ফুটবলে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
ফুটবল শুধু একটা খেলা না ফুটবল মিটিয়ে দেয় দুরুত্ব সৃষ্টি করে ভালোবাসার বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় কালার টিভি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭নভেম্বর)বিকেলে উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিন দেশীবাই হাগুড়ার ডাংগা মাঠের খেলায় দিনাজপুর পার্বতিপুর ইয়াং সোসাইটি ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫--৩ গোলে ডোমার বোড়াগাড়ী ফুটবল একাদশ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিল। ২৪ নভেম্বরের ফাইনালে তারা দিনাজপুর বিলাই চন্ডি ফুটবল একাদশের মোকাবেলা করবে। এসময় উপস্থিত ছিলেন মোহনা এন্টারপ্রাইজের প্রোপাইটার ও সমাজসেবক এসএম মাসুদ রানা, উপজেলা জাতিয়পাটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, আমন্ত্রিত অতিথি ছিলেন শহিদুল ইসলাম প্রমুখ। এদিকে টুর্নামেন্টকে ঘিরে অত্র এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এছাড়াও খেলাটি দেখতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটছে দক্ষিণ দেশিবাঈ হাগুড়ার ডাঙ্গা মাঠে। সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেওয়ায় খেলাটির আয়োজক শফিকুল ইসলাম, সাঈদুজ্জামান সাঈদ (আনিস সাবেত), শাহ ফাহিম ফেরদৌস ও হাবিবুর রহমান কে সাধুবাদ জানিয়েছে কাঠালী ইউনিয়নের সাধারণ মানুষ। দক্ষিন দেশীবাই হাগুড়ার ডাংগ “যুব সংঘের” আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে