বিদ্রোহী প্রার্থী হওয়ায় জলঢাকায় ৩ যুবলীগ নেতা বহিষ্কার


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নীলফামারীর জলঢাকায় উপজেলা যুবলীগের ৩ নেতাকে বহিঃস্কার করেছে জেলা যুবলীগ।

বহিঃস্কৃতরা হলেন জলঢাকা উপজেলার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির খান ওরফে হুকুম আলী, উপজেলা কমিটির সদস্য সাদেকুল সিদ্দিকী সাদেক ও কাঠাঁলি ইউনিয়নের যুগ্ম আহবায়ক লালবাবু রায় নির্মল। হুকুম আলী মীরগঞ্জ, সাদেকুল সিদ্দিকী কৈমারী ও লালবাবু কাঁঠালি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, গত ১৩ নভেম্বর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে নেতা কর্মীরা বিদ্রোহীদের বহিস্কারের ব্যাপারে মত দেন। এরপরও আমরা কেন্দ্র এবং জেলা হতে বিদ্রোহীদের সরে দাড়ানোর আহবান জানাই কিন্তু তারা সরে আসেনি। বাধ্য হয়ে বহিস্কার করা হয়েছে।

প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

পুরোনো সংবাদ

নীলফামারী 2528730524005292609

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item