নীলফামারী পৌর নির্বাচনে ভোট দিলেন এমপি আসাদুজ্জামান নুর


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারী পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান নুর। আজ রবিবার(২৮ নভেম্বর/২০২১) ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর নেমে দুপুর ১টার সময় নীলফামারী শহরে এসে ভোটারের লাইনে দাঁড়িয়ে সাত নম্বর ওয়ার্ডের শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ইভিএমে ভোট দেন। এই কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ৪৬৮ জন। এদিকে সকাল থেকেই ১৬টি কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নীলফামারী পৌর নির্বাচনে এই প্রথম ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ভোট চলছে। ৮ম ধাপে পৌরসভা ভোটে নীলফামারী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত দেওয়ান কামাল আহমেদ, দলটির বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলেট ও জেলা বিএনপির সাধারন সম্পাদক জহরুল আলম। এ ছাড়া সংরক্ষিত পদে ২২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২ নারী সহ ৬০ জন প্রতিদ্বন্দীতা করছেন। পৌরসভার ১৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি ঝুকিপূর্ন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৮১। এরমধ্যে নারী ভোটার ১৮ হাজার ৫৬৫ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৪১৬।#


পুরোনো সংবাদ

নীলফামারী 4681778043228441867

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item