গংগাচড়ায় চোরাইকৃত পল্লী বিদ্যুতের তার সহ তিন যুবককে আটক


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ 
রংপুরের পাগলাপীরের অদুরে গংগাচড়া থানার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাট সুকান দিঘীতে পল্লী বিদ্যুতের খুঁটি হতে তার চুরি করার সময় চোরাইকৃত তার সহ তিন যুবককে আটকের পর এলাকাবাসীরা তাদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। গত শনিবার রাত সাড়ে ১১টায় চন্দনের হাটের সুকান দিঘীতে এ চুরির ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হলেন মোঃ রায়হান মিয়া (৩৫), পিতাঃ মৃত- মুকুল মিয়া, মাসুদ মিয়া (১৫) আব্দুল্লার নাতি ও লাদেন মিয়া (১৩), পিতাঃ মশিয়ার রহমান, সর্ব সাং- দক্ষিণ খলেয়া বটতলা, খলেয়া, সদর, রংপুর। এলাকাবাসী ও গংগাচড়া থানা পুলিশ জানান আটককৃত রায়হান ১০/১২ জনের একটি সংবদ্ধ দলের চক্র বাহিনীকে নিয়ে সুকান দিঘী নামক স্থানে পল্লী বিদ্যুতের খুঁটিতে চরে তাহার চুরি করার সময় এলাকার লোকজন তাদেরকে ধাওয়া করেন। পালাক্রমে চক্রের হোতা রায়হান ও তার দুই সহযোগী মাসুদ ও লাদেনকে আটক করেন এবং বাকীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সংবাদ করলে ঘটনাস্থলে গংগাচড়া থানা পুলিশ হাজির হলে আটককৃতদের সোপর্দ করা হয়। গংগাচড়া থানার ওসি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের  রবিবার বিকাল ৩টায় কোর্টে চালান করা হয়েছে। এ ব্যাপারে গংগাচড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 


পুরোনো সংবাদ

রংপুর 5846418618276582887

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item