সৈয়দপুরে উদয়তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোভিড -১৯ ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন উদয়তারুণ্য এর উদ্যোগে কোভিড -১৯ ভ্যাকসিনের  সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন শুরু হয়েছে। “নির্ভয়ে ভ্যাকসিন নিন, করোনাকে জয় করুণ” শ্লোগানকে সামনে রেখে  এ অনলাইন নিবন্ধন কার্যক্রমে কারিগরি সহযোগিতা করছে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের ফারুক কম্পিউটার অনলাইন সল্যুশন নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। গত সোমবার শহরের কাজীহাট এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে ওই অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মো. মনোয়ার হোসেন হায়দার উপস্থিত থেকে ওই নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন  করেন।

 এ সময় উদয়তারুণ্য সংগঠনের আহবায়ক মো. ফয়সাল দিদার দিপু,সদস্য সচিব  মো. ফারুক আজম,  সৈয়দপুর পৌলসভার সাবেক কমিশনার আনিস আনসারি, শেখ বাবলু, ওসমান গনি, ডা. তামান্না ইয়াসমিন লিপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন উদয়তারুণ্য এর  সদস্য সচিব মো. ফারুক আজম বলেন, চলমান বৈশ্বিক মহামারি প্রাণঘাতী কোভিড - ১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমূখী। এ অবস্থায় সরকার দেশের মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানে জোরালো পদক্ষেপ গ্রহন করেছেন। আর এ করোনা ভাইরাসের টিকা গ্রহনের জন্য মানুষকে আগে অনলাইনে তাদের নিবন্ধন করতে হচ্ছে। কিন্তু বর্তমানে দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। যা আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলবে। লকডাউনের বিধি নিষেধে শহরের কাঁচাবাজার, ওষুধ ও  নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান পাট ব্যতিত সকল প্রকার দোকানপাট একেবারে বন্ধ রয়েছে। ফলে মানুষ অনলাইনে করোনা ভাইরাসের টিকার নিবন্ধন করতে মারাত্মক বিড়ম্বনায় পড়েছেন। এ অবস্থায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠন উদয়তারুণ্য এর উদ্যেগ মানুষকে টিকার নিবন্ধনের সহায়তা করতে সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম গ্রহন করেছি। এতে আমরা অনেক সাড়াও পাচ্ছি। আমাদের নিবন্ধন কেন্দ্রে শহরের বিভিন্ন এলাকার নানা বয়সের মানুষজন এসে সুশৃংখলভাবে বিনামূল্যে  করোনা ভাইরাসের টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার তিন শত ১০ জন নানা বয়সের বিভিন্ন শ্রেণি ও পেশার  মানুষের করোনা ভাইরাসের টিকার নিবন্ধন সম্পন্ন হয়। আর সংগঠনটির বিনামূল্যে অনলাইন নিবন্ধন কর্মসূচির শুরুতেই গত সোমবার ১১৫ জন মানুষের নিবন্ধন করা হয়েছে।           


পুরোনো সংবাদ

নীলফামারী 92916563095614231

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item