সৈয়দপুরে বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা জাহানারা বেগমের ইন্তেকাল


তোফজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সবুজ সংঘ মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা জাহানারা বেগম ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত বুধবার (২১ জুলাই)  বেলা সাড়ে ১১টায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি  চার ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গত বুধবার সৈয়দপুর শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে বাদ আছর মরহুমার প্রথম  এবং সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের  দেড়ানি ঘোনপাড়ায় তাঁর গ্রামের বাড়িতে বাদ মাগরিব দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারী  জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়, সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বেলাল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর আল মামুন সরকার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী,বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পদক তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 প্রসঙ্গত, মরহুমা জাহানারা বেগম ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত  হিসাব সহকারি মরহুম গিয়াস উদ্দিন আহমেদের স্ত্রী এবং জাকারিয়া হাবিব রাজু, প্রকৌশলী সাজেদুর রহমান সাজু, রাবেয়া বাসুরী, আহসান হাবিব বাবু এবং আমেরিকা প্রবাসী ড. গোলাম কিবরিয়া লাল বাবু’র মাতা।                                                                  


পুরোনো সংবাদ

নীলফামারী 5309361957764662654

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item