ডোমার উপজেলায় ভিজিএফ চাল এর সুবিধা পাবে ৫৫ হাজার ২শত ৪১টি পরিবার


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ,অসহায় ও অতিদরিদ্রদের মধ্যে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম ভালনারেবল গ্রুফ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির আওতায় নীলফামারীর ডোমার উপজেলায়  ৫৫ হাজার ২শত ৪১ টি পরিবার ১০ কেজি করে চাল পাবে।
শনিবার (১০ জুলাই ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা এ তথ্য জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনা সভায় ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) মেজবাহুর রহমান ও উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানাযায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৫৩ হাজার ৭শত ১টি এবং ১টি পৌরসভায় ১ হাজার ৫শত ৪০ জন সুবিধাভোগী পরিবার এর আওতায় আসবে। এরমধ্যে ভোগডাবুড়ি ইউনিয়নে ৮ হাজার ৫শত ৯জন, কেতকীবাড়ী ইউনিয়নে ৪ হাজার ১শত ৩১জন, গোমনাতী ইউনিয়নে ৫ হাজার ৮শত ৭৪জন,জোড়াবাড়ী ইউনিয়নে ৫হাজার ৫শত ৫৬জন, বামুনিয়া ইউনিয়নে ৩ হাজার ৭শত ৯৩ জন, পাঙ্গা মটুকপুর ইউনিয়নে ৫হাজার ২শত ৬২জন, বোড়াগাড়ী ইউনিয়নে ৬ হাজার ৩শত ২৬ জন, ডোমার সদর ইউনিয়নে ৪ হাজার ৪শত ৬৭ জন, সোনারায় ইউনিয়নে ৫ হাজার ৮শত ৬১জন, হারনচড়া ইউনিয়নে ৩ হাজার ৯শত ২২জন।এজন্য ত্রান ও পুর্ণ বাসন মন্ত্রনালয় ৫শত ৫২ মেঃটন ৪শত ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, আগামী ১৮ই জুলাই এর মধ্যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকে  সুবিধভোগীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ও  সামাজিক দুরত্ব বজায় রেখে কার্ড প্রতি ১০ কেজি করে চাল বিতরন করার আহবান  জানান।

পুরোনো সংবাদ

প্রধান খবর 355751043708745426

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item