পল্লী বন্ধু এরশাদের মৃত্যু বার্ষিকীতে পুত্র সাদ এরশাদ এমপির ত্রান সামগ্রীর সহায়তা প্রদান


এস এম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
জাতীয় পাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লী বন্ধু আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুত্র রংপুর সদর ৩ আসনের এমপি রাহগির আলমাহি সাদ এরশাদ এর উদ্দেগ্যে করোনায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র পরিবারে মাঝে মানবিক সহায়তা হিসাবে  খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। ১৩জুলাই রোজ মঙ্গলবার সন্ধার পর পাগলাপীর ও রংপুর মহানগরীর মেডিকেল মোড়, সিওবাজার, লালকুঠির মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, ডিসির মোড়, কাচারি বাজার, পাবলিক লাইব্রেরির, রাজারামহন ক্লাব, সিটি বাজার, সুপার মার্কেট, তিন কুনিয়ার মোড়, জাহাজকোম্পানির মোড়, শাপলাচত্তার, আলমনগর, স্টেশন, তাজহাট, সাতমাথা, সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে বিতরন করা হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলু, সাবান ও মাক্স সহ উক্ত খাদ্য সামগ্রীর সহায়তা গুলো। উক্ত খাদ্য সামগ্রীর সহায়তা প্রদান ও বিতরনে অংশগ্রহণ করেন জাতীয় পাটির রংপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদার রহমান মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাংগঠনিক সম্পাদক তারিক সরকার, জাতীয় পাটির নেতা ও মমিনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ইউনুছ আলী, হরিদেবপুর ইউনিয়ন জাতীয় পাটির নেতা আব্দুস ছালাম ও জাতীয় ছাত্র সমাজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ দিকে প্রয়াত রাষ্ট্রপতি পল্লী বন্ধু এরশাদের দ্বিতীয় মুত্যু বাষিকীতে পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এমপির দেয়া খাদ্য সামগ্রী সহায়তা উপহার পেয়ে পাগলাপীর ও রংপুর মহানগরীর উপকার ভোগীরা মহা খুশি। তারা আবেক ভরা কন্ঠে বলেন মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে যে কোন তবারক বিতারণ করা হয়। কিন্তু এই প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোন পিতার জন্য পূত্র সমাজের অস্বচ্ছল, প্রতিবন্ধি, অন্ধ, প্রবীন, হত দরিদ্র, ব্যক্তিদের চিহ্নিত করে তাদের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রীর সহায়তা প্রদান ও বিতরণ করেছেন। এ জন্য  উপকার ভোগীরা পল্লী বন্ধু এরশাদের আত্মার রুহের মাগফেরাত কামনা ও পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এমপির দীর্ঘায়ু ও উক্তোরক্তর সাফর্ল্য কামনায় তারা দোয়া প্রার্থনা করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 789620892797546216

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item