সৈয়দপুরে বেসরকারি সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এর উদ্যোগে কোরবানির মাংস বিতরণ
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এর উদ্যোগে ১১৫টি পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। সংস্থার (মুসলিম এইড-ইউকে বাংলাদেশ) কোরবানি প্রজেক্ট - ২০২১ এর আওতায় বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়া শাইল্ল্যার মোড় এলাকায় সংস্থার সৈয়দপুর টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারে অসহায় ও দুস্থদের মাঝে ওই কোরবানির মাংস বিতরণ করা হয়।
এ সময় সংস্থার সৈয়দপুর টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল মো. রিপন মিয়া, এডমিন/ ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নেয়র ওয়ার্ড় ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনিসুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. লুৎফর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক মো. মশিউর রহমান হেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সংস্থার পক্ষ থেকে দুইটি গরু কোরবানি করে উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের অসহায় ও দুস্থ ১১৫টি পরিবারের মাঝে এক কেজি ৫ শ’ গ্রাম (দেড় কেজি) করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করা হয়েছে।