তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই


নির্ণয়,নীলফামারী॥
উজানের ভারী বর্ষণে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুূঁই করছে। আজ রবিবার(২০ জুন/২০২১) সন্ধ্যা ছয়টায় জেলার ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ সূত্র জানায়, ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে   রবিবার সকাল ৬টা এবং ৯টায় নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ৬০ মিটার।

এরপর থেকে দফায় দফায় বাড়তে থাকে নদীর পানি। ওই পয়েন্টে বেলা ১২টায় আরও ৫ সেন্টিমিটার, বিকাল ৩টায় ১৫ সেন্টিমিটার এবং সন্ধ্যা ছয়টায় ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

ওই সূত্র জানায়, উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত আছে। ভারতের দো-মহনী তিস্তা পয়েন্টে পানি বৃদ্ধিতে হলুদ সংকেত দেখানো হয়েছে।

তিস্তার ব্যারাজ এলাকার জেলে আকবার আলী বলেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়াতে আমরা নদীতে মাছ ধরতে পারছি না। আর জালেও মাছও উঠছে না।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘উজানের ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ রবিবার সকাল থেকে দফায় দফায় পানি বেড়ে সন্ধ্যা ছয়টায় ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্যারাজের ৪৪ জলকপাট খুলে রাখা হয়েছে।’ #


পুরোনো সংবাদ

হাইলাইটস 4445288173318066485

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item