পাগলাপীরে সদর উপজেলা মডেল মসজিদ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে রংপুরের পাগলাপীরে সদর উপজেলা সহ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১০ই জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর সদর উপজেলা সহ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি, নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির, সাধারন সম্পাদক একেএম হালিমুল হক, হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইকবাল হোসেন, কোতয়ালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিকুল ইসলাম (মাষ্টার), পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সহ সভাপতি আলহাজ্ব ফজলুল হক বাংলা সহ সদর উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সদর উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন তার ইউনিয়নের প্রাণকেন্দ্র পাগলাপীরে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি স্থাপিত হওয়ায় আজ হরিদেবপুর ইউনিয়ন দেশ জুড়ে অন্যন্য স্থান অধিকার করেছেন। এর ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষজনের আর্থ সম্মান বৃদ্ধি পেয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জমিদাতা আমিনুর রহমান ও জসিম উদ্দিন বাবুল, পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


পুরোনো সংবাদ

রংপুর 4868316400994564616

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item