শুভসংঘের উপহার পেয়ে খুশি নাগেশ্বরীর ৩শ দুস্থ পরিবার


হাফিজুর রহমান হৃদয় ,কুড়িগ্রাম প্রতিনিধি:

জল ছলছল দু’চোখ। দেখেই আন্দাজ করা যায় খুশিতেই চোখে পানি ছলছল করছে তাদের। অধিকাংশ ষাটোর্ধ বৃদ্ধ মহিলা ও পুরুষ। তাদের অধিকাংশই বিধবা। দু’মুঠো ভাত মুখে দেবার সামর্থ্য নেই অনেকের। আর এসব হত দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ-শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র ৩শ দুস্থ পরিবার উপহার হিসেবে পেয়েছে করোনাালীন ত্রান সহায়তা। ত্রাণসামগ্রী হিসেবে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি ময়দা, ২ কেজি মশুর ডাল এবং ১ লিটার সয়াবিন তেল। “শুভ কাজে সবার পাশে” এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন পরিষদে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। নাগেশ্বরী উপজেলা শুভসংঘের সভাপতি নাজমুল হোসাইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারী, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হৃদয়, প্রচার সম্পাদক লতিফুর রহমান লিংকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজালুল হক খোকা, মাধাইখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, শুভসংঘের বন্ধু সাজেদুল ইসলাম সুজন, নাজমুল ইসলাম লেবু, আরিফুল ইসলামসহ আরও অনেকে। 

ত্রাণ পেয়ে খুশির অন্ত নেই সেখানকার হতদরিদ্র ও দুস্থ পরিবারগুলোর। তারা জানান, করোনাকালীন সময়ে কাজ না থাকায় থমকে দাঁড়িয়েছে তাদের জীবন-জীবিকার চাকা। দুর্ভাগ্যের বেড়াজালে আবদ্ধ হয়েছে তাদের জীবন। এমন দুঃসময়ে পাশে দাাঁড়িয়েছেন বসুন্ধরা গ্রুপ। এই উপহার পেয়ে বসুন্ধরা গ্রুপের মালিক এবং কালের কণ্ঠ শুভসংঘের সংশ্লিষ্টদের জন্য দোয়া কামনা করেন তারা। এভাবেই মানুষের কল্যাণে কাজ করে অসহায়দের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ এমন প্রত্যাশা সকলের। 


পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 5476160771134579590

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item