পার্বতীপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে প্রাণী সম্পাদ প্রদর্শনী/২০২১ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে আজ শনিবার দুপুরে স্থানীয় শহীদ ময়দানে দিনব্যাপি এই প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

পার্বতীপুর প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারি রুকু, পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র রায়সহ স্থানীয় বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলার পশু সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গবাদি পশুর খামারীরা অংশ নেয়। প্রদর্শনীতে ৩০ টি স্টলের মাধ্যমে গবাদী পশু প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রাণী সম্পদ স্টলগুলো পরিদর্শন করেন। পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, প্রদর্শনীতে অংশ নেওয়া ৩০ টি স্টলের গবাদী পশুর মালিকদেরকে পুরুস্কৃত করা হবে।


পুরোনো সংবাদ

দিনাজপুর 7592370201312109804

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item