জলঢাকায় বিক্রির জন্য প্রস্তুত কোরবানির গরু "কয়লার হিরা"
https://www.obolokon24.com/2021/06/cow.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে এবারের ঈদ-উল আযহায় বিক্রির জন্য প্রস্তুত "কয়লার হিরা"। নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের কয়লা এলাকায় অবস্থিত ওয়ান ডেইরি ফার্মে পালিত ফিজিয়ান জাতের গরুটির নাম "কয়লার হিরা"। এই অঞ্চলে পালিত সর্ববৃহৎ গরুটির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। খামারি প্রধান শিক্ষক সাজেদা আক্তার জাহান মুক্তা জানায়, ৭২ ফুট লম্বা, উচ্চতা ৬ ফুট এবং বুকের বেড় ৯৬ ইঞ্চি আর ওজন ১ হাজার কেজি বা ২৫ মন ! (৭২×৯৬×৯৬÷৬৬০=১০০৫ কেজি, ২৫ মন) নাম তার কয়লার হিরা ! বেশ জামাই আদরেই রাখা হয়েছে সারে ৩ বছর বয়সী কোরবানির গরুটিকে। ২০১৭ সালের নভেম্বরে ২ মাসি বাচ্চা কিনে পালন শুরু করেন খামারি প্রধান শিক্ষক মুক্তা। শুরু থেকে গরুটিকে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়। প্রয়োজন মত খাবার ও পরিচর্যা করায় গরুটির আকৃতি বাড়তে থাকে। ডিজিটাল মেশিনে মেপে তার ওজন পাওয়া যায় প্রায় ১হাজার ৫ কেজি (২৫মন)। এছাড়াও গরুটির স্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারিকুল ইসলাম জানান, শংকর জাতের ফিজিয়ান গরুটি লালন পালনে উপজেলা প্রানী সম্পদ অফিস থেকে সবসময় পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। গরুটিকে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে।
আড়ম্বরপূর্ণভাবে বেড়ে ওঠা হিরাকে, কোরবানির ঈদকে সামনে রেখে মালিকপক্ষ গত বছর অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান "বিক্রয় ডট কমে" বিক্রির চেষ্টা করেছিল। আশানুরূপ দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি। এবারে আকার, আকৃতি ও ওজনের দিক থেকে সর্বোচ্চ দাম পাবে বলে আশা করছে খামারি প্রধান শিক্ষক আতিকুজ্জামান বাবু ও সাজেদা আক্তার জাহান মুক্তা। যার মোবাইল নাম্বার ০১৭১৩৭২২৬২২