জলঢাকায় ১৮টি চোরাই বাইসাইকেল সহ ৫জন গ্রেফতার
https://www.obolokon24.com/2021/05/ja_15.html
নির্ণয়,নীলফামারী॥ নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৮টি চোরাই বাইসাইকেল সহ ৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(১১ মে/২০২১) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার(১২ মে) সকালে নীলফামারী আদলতের মাধ্যমে তাদের জেলা কারাগাড়ে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জলঢাকা পৌরসভার উত্তর কাজিরহাট টন্না মামুদের ছেলে মহুবার রহমান (৬৫), বাস্ট্যান্ড দিঘীরপাড় অলিয়ার রহমানের ছেলে সুমন ইসলাম(২৬), কিশোরীগঞ্জ উপজেলার সদরের কফিলউদ্দিনের ছেলে বাহারুল (৩৪), আমরুল বাড়ির আজারুদ্দিনের ছেলে সাজু(৩০) ও মানিকের ছেলে শাহিন কালা (৩২)।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রমজানের শুরু থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, হাট-বাজার ও এলাকা থেকে বাইসাইকল চুরি হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ১৮টি চোরাই বাইসাইকেল সহ ৫জনকে গ্রেফতার করা হয়। #