ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্র্রাক্টর আটক, ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর টলিসহ আটক করে ডোমার থানা পুলিশ।  ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ে, গ্রেফতার ১।।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এএসআই মিজান ও সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় উক্ত দেওনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর টলিসহ আটক করে থানায় নিয়ে যায়। রাতেই বোড়াগাড়ী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার সিং বাদী হয়ে ট্রাক্টরের মালিকসহ ১২ জনের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ ধারায় মামলা নং-০২, তারিখ-০৫/০৫/২০২১ইং দায়ের করে। পরদিন বিকালে ওই মামলার আসামী মানিক ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। 

এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ জন গ্রেফতারসহ ১১টি ট্রাক্টর টলি ও একটি মাটি কাটার মেশিন  (ভেকু) জব্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


পুরোনো সংবাদ

নীলফামারী 5092470153899738295

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item