রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে ডোমারে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-

ঃজ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিক হেনস্থাকারীদের বিচারের দাবীতে নীলফামারীর ডোমার বাজার রেলঘুন্টি এলাকায় আজ ১৯ শে মে (বুধবার সকাল ১১  টায়) ঘন্টাব্যাপী মানববন্ধন  ও প্রতিবাদ সমাবেশ  করেছে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ।

সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের ডোমার  প্রতিনিধি মোঃ মোজাফ্ফর আলীর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ডোমার প্রতিনিধি মোঃ আবু ফাত্তাহ্ কামাল (পাখি) ,চ্যানেল ২৪ নীলফামারী জেলা প্রতিনিধি রায়হান সবুক্তগীন ,সমকাল ডোমার প্রতিনিধি  রওশন রশীদ, মানবজমিন ডোমার প্রতিনিধি আব্দুল্লা আল মামুন, বাংলাদেশ বুলেটিন ও ডেইলি বাংলাদেশ প্রতিনিধি রতন কুমার রায়,  ভোরের কাগজ ডোমার প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম,যায়যায় দিন ডোমার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টু ,যুগের আলো ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, চিলাহাটি প্রতিনিধি এ,আই পলাশ, খবরপত্র নীলফামারী জেলা প্রতিনিধি জুয়েল বসুনীয়া,ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক, এমদাদুল হক মাসুম প্রমুখ । মানববন্ধন  ও প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন দীপ্ত টিভির প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন। 


বক্তারা বলেন কতিপয় দুনীতিবাজদের কাছে  সাংবাদিকরা জিম্মি হতে পারে না,রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি,মামলা প্রত্যাহার, লাঞ্চিত  করা স্বাস্ব্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহন, আইসিটি এ্যাক্টের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ধারা বাতিল,সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবী করেন । 


পুরোনো সংবাদ

নীলফামারী 1557598664524799838

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item