বীরগঞ্জে কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন


হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি #
  দিনাজপুরের বীরগঞ্জে ২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ ব্লকের হাইব্রিড জাতের বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান।  আলোচনা সভার পূর্বে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে জমিতে নেমে নিজে ধান কেটে ও কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ৫০ একর জমির ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

এর আগে উপজেলা চত্বরে ৫০ শতাংশ ভূর্তকি দিয়ে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন ৩ জনের হাতে হস্তান্তর করেন এমপি গোপাল । যার একটির মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী’র প্রাণবন্ত সঞ্চালনায় এসময় বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।


পুরোনো সংবাদ

দিনাজপুর 7611457945661788625

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item