পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জলাবদ্ধতায় মুসল্লিদের চলাচলে বিঘ্ন




এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পানি জমে উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে। এর ফলে মসজিদের মুসল্লি সহ মসজিদের সামন দিয়ে চলাচলরত পথচারী সহ সাধারন মানুষজনের চলাচলে মারাত্বক বিঘ্ন ঘটছে। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূঘর্টনা সহ নানা অপ্রতিকর ঘটনা। গত মে মাসে উক্ত স্থানে ৫০টি দূঘর্টনা ঘটেছে। দূঘর্টনা গুলোর মধ্যে ৫টি যাত্রীবাহী অটো, ২০টি যাত্রীবাহী রিক্সা ভ্যান ও ২৫টি মটর সাইকেল উক্ত স্থানে উল্টে শতাধিক চালক ড্রাইভার যাত্রী দূঘর্টনার স্বীকার হয়েছেন। তবে পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি সহ পাগলাপীরে বিভিন্ন মহল আশংকা করছেন উক্ত স্থানের জলাবদ্ধতা ও সড়কের বেহাল ভগ্নদশার কারনে যে কোন মুহুর্তে বড় ধরনের দূঘর্টনায় প্রাণহানি ঘটতে পারে।  পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সামন দিয়ে একমাত্র চলাচল পথ লাহিড়ীরহাট-শ্যামপুর-বদরগঞ্জ সড়কটি। পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান গেট ও চৌধুরী শর্পিং কমপ্লেক্সের ভিশন শো-রুমের সামনে সড়কটির কার্পেটিং পাথর খোয়া উঠে ৩০ফিট লম্বা ২/৫ ফিট গভীর গর্ত নামক মরন ফাঁদ সৃষ্টি হয়ে পড়ায় বর্ষাভরা মৌসুমে সামান্য বৃষ্টিপাতে উক্ত মরন ফাঁদটি ছোট বড় ডোবায় পরিণত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে। এর ফলে মসজিদের মুসল্লি, পথচারী সহ পাগলাপীরের সর্ব সাধারন জনগোষ্ঠীর চলাচল করতে গিয়ে স্বীকার হচ্ছেন সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চাকায় পৃষ্ঠ হওয়া নোংরা কাদাপানি গায়ে জামা কাপড়ে পড়ে চরম দূর্ভোগ সহ নানা অপ্রতিকর দূঘর্টনার স্বীকার। একই অবস্থা বিরাজ করছে সড়কের পাগলাপীর অরবটি স্কুল এন্ড কলেজ, পাগলাপীর আইডিয়াল স্কুল এন্ড কলেজ,  মাষ্টার ফাউন্ডেশন স্কুলের সামন সহ সড়কটির শিবের বাজার দেড় কিলোমিটার পর্যন্ত ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে। এ ব্যপারে ধর্মপ্রান মুসল্লি সহ পাগলাপীরবাসী দূর্ভোগের কবল থেকে রক্ষা পেতে উক্ত বেহাল ভগ্নদশা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট রংপুর সদর-৩ আসনের এমপি রাহগির আলমাহি সাদ এরশাদ সহ জেলা-উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


পুরোনো সংবাদ

রংপুর 284240665527048000

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item