নীলফামারীতে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই জনের মৃত্যু


নির্ণয়;নীলফামারী॥ নীলফামারীর পল্লীতে আজ রবিবার(২ মে/২০২১) দুপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে স্কুল ছাত্র ও এক কৃষক সহ দুইজনের মৃত্যু হয়েছে।
জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মিলস সংলগ্ন পুকুরে চার বন্ধু মিলে গোসল করতে নামে দারোয়ানী গ্রামের মহসিন আলীর ছেলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র ফাইয়াজ আলী(১২)। এ সময় সে হঠাৎ পুকুরে ডুবে যায়। বন্ধুদের আত্মচিৎকারে এলাকাবাসী পুকুরে নেমে ফাইজারকে মৃত অবস্থায় উদ্ধার করে জানায় নীলফামারী থানার ওসি আব্দুর রউপ।
অপর দিকে দুপুরে জেলার কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্বদলিরাম মাঝাপাড়া গ্রামের কৃষক আজাহার আলী(৪৫) নামের এক কৃষক বাড়ির অদুরে একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায়। এলাকাবাসী জানায় উক্ত কৃষক গ্রামের মৃত মল্লিক হোসেনের ছেলে।
ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিম জানান, ওই কৃষক মৃগী রোগে ভুগছিলেন। গোসল করতে নেমে মৃগী রোগের ঝাকুনি উঠলে সে পুকুরে ডুবে যায়। পরে তার লাশ ভেসে উঠলে গ্রামবাসী উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল।

পুরোনো সংবাদ

নীলফামারী 5842225804113203442

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item