হরকলিতে সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর ঃ 
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৫নং হরকলি ওয়ার্ডের বালাপাড়া জামে মসজিদ এর মোড় হতে হরকলি হাট ক্যানেলের ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন করলেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। তিনি রবিবার সকাল ১১টায় উক্ত সড়কের কার্পেটিং এর কাজ উদ্বোধন করেন। উদ্বোধনী 

বক্তব্যে অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন বলেন হরকলির হাট মমিনপুর যাওয়া সড়কটি পাকাকরনের জন্য হরকলি ওয়ার্ডবাসী দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে। বর্ষা ভরা মৌসুমে সামান্য বৃষ্টিপাতে সড়কটি কাদাপানি একাকারে পরিণত হয়ে পরায় রিক্সা, ভ্যান, অটো, সিএনজি চলাচল করা তো দুরের কথা সাধারন মানুষজনের চলাচল কষ্টকর ছিল। ফলে এই সড়কে চলাচলরত মানুষজন জীবন সংসারের টানে তাদেরকে দীর্ঘপথ অতিক্রম করে গন্তব্য স্থানে যেতে হত। হরকলি ওয়ার্ড বাসীর দীর্ঘ দিনের দাবীর ফসল  সড়কটির কার্পেটিং এর মধ্য দিয়ে আজ তা বাস্তবায়ন হচ্ছে। এর ফলে আমি দ্বিতীয় মেয়াদে ইউপি নির্বাচনে (২০ই অক্টোবর ২০২০ইং) জনগনের যে ওয়াদা করেছিলাম তা আজ পূরণ হচ্ছে। আশা করি হরিদেবপুর ইউনিয়নে আর কোন রাস্তাঘাট কাঁচা থাকবে না। এখন সময় এসেছে ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে আলোকিত ইউনিয়ন গড়ার। এজন্য সকলের দোয়া আর্শীবাদ ও সহযোগিতা চান চেয়ারম্যান ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও হরকলি ফাযিল ডিগ্রী মাদ্রাসার গভার্নিং বডির সম্মানিত সদস্য মোঃ গোলজার রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোরুল ইসলাম রানু। এছাড়া অন্যান্যদের মধ্যে সদর উপজেলা এলজিইডির কর্মকর্তাবৃন্দ, বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেরাজ এন্ড কোং, গনমাধ্যমকর্মী সহ ওয়ার্ডের সুধীবৃন্দ। উল্লেখ্য হরকলির হাট মমিনপুর যাওয়া উক্ত এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজে সরকার বরাদ্দ দিয়েছেন ৭৭ লক্ষ্য টাকা এবং কাজের সময়সীমা ২ মাস। 


পুরোনো সংবাদ

রংপুর 7012078657843919480

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item