পাগলাপীরে লকডাউন আতংকে নববর্ষে ঢিলে ঢালা কেনা কাটা


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ 
মরণ ব্যাধী রোগ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আগামী ১৪ই এপ্রিল হতে পুনরায় লকডাউন কর্মসূচি গ্রহন করায় ঢিলে ঢালা চলছে বাঙালা নববর্ষ বরনে রংপুরের ব্যাস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীরে বিভিন্ন শপিং কমপ্লেক্সের শাড়িঘর, বস্তবিতান, পাঞ্জাবী হাউজ, মেচিং ঘর, গার্মেন্স, সু-স্টোর, ওড়না ঘর, বিউটিপার্লার ও কসমেট্রিক্সসহ নানা প্রসাধনী এবং সাজঘরের দোকানে কেনা কাটা। জানা গেছে পহেলা বৈশাখ বাঙালা নববর্ষ বরন উপলক্ষে পাগলাপীর বন্দরে বিভিন্ন শপিং কমপ্লেক্সের প্রসাধনীর দোকানে প্রতহ সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত পাগলাপীর সহ অঞ্চলের ৩০টি ইউনিয়নের বিভিন্ন বয়সের নারী পুরুষসহ উৎসুক ক্রেতাসাধারনের পদচারনা ঘটলেও করোনার লকডাউন আতংকে জমে উঠেনি বেচা বিক্রি। উৎসুক ক্রেতা সাধারন কাপর চোপর পোষাক আশাক সহ নানা প্রসাধনী হাত দিয়ে নেরেচেরে দেখলেও ক্রয় করছেন যতসামান্য প্রসাধনী। ক্রেতা সাধারনও ভেবেপাছেন না আগামী ১৪ই এপ্রিল রোজ বুধবার থেকে শুরু হওয়া সরকার ঘোষিত করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে পরিবার পরিজনের জন্য খাদ্য সমগ্রি মজুদ রাখতে।  এই সব চিন্তা চেতনায় উৎসুক ক্রেতা সাধারন বেকুল হয়ে পরায় আজ পাগলাপীর বন্দরের বিভিন্ন শপিং কমপ্লেক্সের প্রসাধনীর দোকানে কেনা কাটা চলছে ঢিলে ঢালা। 


পুরোনো সংবাদ

রংপুর 1482506659339176729

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item