নীলফামারী এসেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ৪৮ হাজার ডোজ


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে এসেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বুধবার (৭ এপ্রিল/২০২১) দুপুর ২টার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ওই টিকা গ্রহন করেন। ঢাকা থেকে একটি ফ্রিজার ভ্যান ওই টিকা নীলফামারী নিয়ে আসে। এরপর জেলা ইপিআই স্টোরের সেটি সংরক্ষন করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, ৪টি প্যাকেটে ৪ হাজার ৮০০ ভায়ালে ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। আগামীকাল ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও টিকা প্রদান অব্যাহত থাকবে।  তিনি আরও জানান, এ  জেলায় প্রথম ডোজে মোট ৭ হাজার ৪০০ ভায়ালে ৭৪ হাজার ডোজ পাওয়া যায়।  আজ বুধবার দুইটা পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন মোট ৭২ হাজার ৮৫০ জন। এর মধ্যে নারী রয়েছেন ২৮ হাজার ৪৮৭ জন।

সিভিল সার্জন উল্লেখ করে বলেন যারা দ্বিতীয় ডোজ টিকা কবে গ্রহণ করবে তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে দেয়া হচ্ছে। # । 


পুরোনো সংবাদ

নীলফামারী 5956814824503718062

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item