ডোমারে রপ্তানি ও শিল্পে ব্যবহার উপযোগী ৩৯ জাতের আলুর মাঠ দিবস


নির্ণয়,নীলফামারী॥
‘মুজিব বর্ষ ও স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে বিএডিসি, কৃষির সেবায় দিবানিশি’ শ্লোগানকে সামনে নিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় রপ্তানি ও শিল্পে ব্যবহার উপযোগী ৩৯ টি জাতের আলুর প্রদর্শনী এবং মাল্টিলোকেশন যাচাই বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

 রবিবার(৪ এপ্রিল/২০২১) বিকাল ৪টার দিকে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার নিজস্ব হলরুমে মাঠ দিবসের আয়োজন করা হয়। 

খামারের উপ-পরিচালক মোঃ আবু তালেব মিঞার সভাপতিত্বে বিএডিসি'র বীজ ও উদ্যান প্রকল্পের পরিচালক সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিএডিসি'র (মাবীউকৃবিপ্র) প্রকল্প পরিচালক মোঃ আবির হোসেন, মান নিয়ন্ত্রণ যুগ্মপরিচালক সুভাষ চন্দ্র ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোট ৩৯টি জাতের আলুর মাঠ দিবস হয়। 

মাঠ দিবসে জানানো হয়, এই আলুর জাতগুলোর গবেষণা শেষ হয়েছে। আগামী মৌসুমেই কৃষকদের চাষে উৎসাহিত করা হবে। মূলত চিপস ও ফ্রেন্সফ্রাইয়ের জন্য বিদেশ থেকে প্রচুর পরিমানে আলু আমদানি করে আমাদের দেশ। এই আলুগুলো চাষ হলে, আর আমদানি করতে হবে না। উল্টো আমরা আলু বিদেশে রপ্তানি করে, প্রচুর বৈদেশিক মুদ্রা আর্জন করতে পারবো। #


পুরোনো সংবাদ

নীলফামারী 7718711119981825667

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item