চিরিরবন্দরে ফতেজংপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আকতার হোসেনের ইন্তেকাল


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তিন নম্বর ফতেজংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফতেজংপুর কলেজের সাবেক অধ্যক্ষ আকতার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার  ভোরে সৈয়দপুর শহরের নয়াবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল সোমবার বাদ জোহর সৈয়দপুর শহরের নয়াবাজার ঈদগাহ্ মাঠে তাঁর  প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল পাঁচটায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী এ/এস/এম উচ্চ বিদ্যালয় (চৌধুরীরডাঙ্গা হাই স্কুল) মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে তাঁর  গ্রামের বাড়ি চক গোবিন্দ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

তাঁর মৃত্যুতে দিনাজপুর - ৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর উপজেলার চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন খোকন, ফতেজংপুর ইউপি চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ লুনার, ইশবপুর ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন, নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নুর ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহ্সানুল হক মুকুল, উত্তর পলাশবাড়ী এ. এস. এম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহিন পারভেজ আকতার লিটন, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডল প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


পুরোনো সংবাদ

দিনাজপুর 2452033474348722367

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item