সুন্দরগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার ২


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবদল ইফতেখার হোসেন পপেল ও মোস্তাক আহমেদ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ  সোমবার দুপুরে গ্রেফতরকৃত ২ যুবদল নেতাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গভীর রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতর করা হয়। গ্রেফতরকৃতরা হলেন  সুন্দরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল ও সদস্য সচিব মোস্তাক আহমেদ। এসআই সেলিম রেজা বলেন, মামলার প্রধান আসামী পপেল ও অন্যতম আসামী মোস্তাক আহমেদকে  গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে (সকাল ৯ টায়) যুবদলের ২ গ্রুপের সংঘর্ষে বাঁধা দিতে গেলে পুলিশের উপর হামলা করে। এতে থানার এসআই জাহাঙ্গীর আলমসহ আরও ২ কনস্টেবল আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনকে আসামী করে একটি মামলা করেন এসআই জাহাঙ্গীর আলম। 


পুরোনো সংবাদ

গাইবান্ধা 363130431706888018

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item