চিলাহাটিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত
https://www.obolokon24.com/2021/03/w_27.html
এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন সহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাতিলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ সহ তার বিভিন্ন অঙ্গ সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যানারে র্যালী বের করে শহীদ মিনারে পুস্প অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। সকালের দিকে ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সহ তার অঙ্গ সংগঠন দলীয় কার্যলয় থেকে র্যালি বের করে চিলাহাটি সরকারী কলেজের শহীদ মিনারে পুস্প অর্পণ করেন। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আব্দুর জব্বার কানু, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেদুল ইসলাম ফিলিপ,ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, আওয়ামীলীগ নেতা মুরাদ আলী প্রামানিক, ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ.কে.এম.জাহাঙ্গীর বসুনিয়া রাসেল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবুন্দ সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ এর সভাপতি, সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরল হক তার ফোর্স সহ সকালের দিকে চিলাহাটি সরকারী কলেজের শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন। সকালের দিকে চিলাহাটি সরকারি কলেজ ও চিলাহাটি জে ইউ ফাজিল মাদ্রাসার পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়। এছাড়াও চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ, মুক্তিরহাট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে র্যালি বের করেন এবং তাদের নিজেস্ব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুস্প অর্পণ করেন।