সৈয়দপুরে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সোমবার (১৫ মার্চ) নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন “মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দুষণ রোধ করি” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।

এতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের মেডিকেল অফিসার ডা. মো. আরমনান হোসেন রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা, বাঙ্গালীপুর ইউপি সদস্য মো. লুৎফর রহমান খান, সাংবাদিক মিজানুর রহমান মিলন প্রমূখ। 

সভায় ভোক্তা অধিকার যাতে ক্ষুন্ন না হয়, সে জন্য ব্যবসায়ী ও ভোক্তা সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনসহ সকল নিয়মকানুন মেনে  সব রকম ব্যবসা পরিচালনার করার পরামর্শ  দেন। এছাড়াও চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব  ও স্বাস্থ্য বিধি মেনে চলারও আহবান জানানো হয়েছে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।                              


পুরোনো সংবাদ

নীলফামারী 6338021026670936240

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item